Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

About Us

Aikyabaddha Social Welfare Trust

On the side of people, For the people, For the needs of society, We are responsible to society

ঐক্যবদ্ধ এক সম্মিলিত সমাজ ভাবনার ফসল। ঐক্যবদ্ধ কোনো একক প্রচেষ্টা নয়, একক ভাবনার রূপায়িত ক্ষেত্র নয়। বহু মানুষের সমাজ পরিবর্তনের নেশা ও নবজাগরণের চেতনার মধ্য দিয়ে সংগঠন এগিয়ে চলেছে। ঐক্যবদ্ধ এই সমাজের সকল ভিজে বারুদের স্তূপের গহীনে থাকা সুপ্ত আগুন জ্বালাতে চায়; দূর করতে চায় সামাজিক অবক্ষয়, কুসংস্কার। এই ভাবনা নিয়েই কাজ শুরু হয় সম্মিলিত প্রয়াসে। একে একে করোনা, বন্যা, ঝড় যখনই সাজানো স্বপ্ন গুলোকে ভেঙেছে, ঐক্যবদ্ধ সামান্য প্রয়াসে তা গোছানোর চেষ্টা করেছে। মানুষের ভালোবাসা আর সাহায্যের হাত আমাদের পথ চলার সঙ্গী।

উদ্দেশ্য : ঐক্যবদ্ধ সর্বদা সমাজের প্রয়োজনে, মানুষের স্বার্থ রক্ষার্থে রয়েছে। আমাদের বিভিন্ন প্রয়াস ও কর্মসূচির মধ্য দিয়ে নবজাগরণের আগুনে সকলকে দগ্ধ করাই আমাদের লক্ষ্য।

কল্পনা : ঐক্যবদ্ধ স্বপ্ন দেখে এক হিংসা – কুসংস্কার মুক্ত সমাজের। যেখানে মানুষ মানুষের জন্য লড়ছে, মানুষ হয়ে মানুষের অসময়ে পাশে দাঁড়াচ্ছে। জানি শতাব্দী লাগবে, তবে আমাদের কাজের মাধ্যমে শতাব্দীর পরেও স্বপ্ন পূর্ণতা পাবে।