Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

জীবনদান
Covid Response

Aikyabaddha Social Welfare Trust

December 2019 এর পথে নামা দিয়ে শুরু হলেও ঐক্যবদ্ধ 2020-2021 টানা প্রায় দুই বছর বিশেষত প্রথম বছর করোনা মহামারীর সাথে মোকাবিলা করতে গিয়ে সমাজ ও মানুষের আরো সংস্পর্শে পৌঁছে গিয়েছে। মূলত Covid Response এ আমরা ভাগে বিভক্ত হই।

  • প্রথমত: বেশকিছু জন জনসচেতনতা বৃদ্ধি করে সোশ্যাল মিডিয়া জুড়ে ও হাতে হাতে Covid সচেতনতা নিয়ে বুকলেট ডিসট্রিবিউশন করি এবং সঠিক ইনফরমেশন ও বিভিন্ন Emergency Contact Details ও বিভিন্ন নিয়ম ঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে Covid Helpline চালু করি
  • দ্বিতীয়তঃ করোনা মহামারীতে প্রথমবার অক্সিজেনের যোগান দেওয়ার কাজ হাতে নিয়ে আমরা 24 ঘন্টা ছুটে গেছি রোগীর বাড়িতে রাত দিন।
  • তৃতীয়তঃ করোনা মহামারী সবচেয়ে বেশি থাবা বসিয়েছিল নিম্নমধ্যবিত্ত আর্থসামাজিক ব্যবস্থায়। সেই সময় ঐক্যবদ্ধ একটা সেতু বন্ধনের কাজ করে আর্তের সেবায় সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষের সাহায্য পৌঁছে দিই পেটের জ্বালায় থাকা মানুষের দোরগোড়ায। সব মিলিয়ে প্রায় 2000 এরও বেশি পরিবার উপকৃত হয় এই সময়। এছাড়াও রোগীর প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছি তাদের বাড়িতে। এছাড়াও বেশ কিছু স্থানে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

Although it started with the path of December 2019, but Aikyabaddha 2020-2021 has reached more contact with the society and people to deal with the Corona epidemic for almost two consecutive years, especially the first year. Basically, we are divided into Covid Response.

First, we distribute booklets with Covid Awareness across social media and hand in hand to raise public awareness and launch Covid Helpline to provide accurate information and various Emergency Contact Details and various rules to the people.

Second, we rushed to the patient’s home 24 hours a day to provide oxygen for the first time in the Corona epidemic.

Third, the Covid epidemic particularly damaged the socio-economic system of the lower middle class.At that time, Aikyabaddha was working as a bridge builder to help the well-wishers of the society reach the doorsteps of the people suffering from stomach ache. Altogether more than 2000 families benefited during this time. We also delivered the necessary medicines to the patients at their homes. Cooked food is also served at several places.