Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

প্রেক্ষাপট
Background

Aikyabaddha Social Welfare Trust

ঐক্যবদ্ধ এক সম্মিলিত সমাজ ভাবনার ফসল। ঐক্যবদ্ধ কোনো একক প্রচেষ্টা নয়, একক ভাবনার রূপায়িত ক্ষেত্র নয়। বহু মানুষের সমাজ পরিবর্তনের নেশা ও নবজাগরণের চেতনার মধ্য দিয়ে সংগঠন এগিয়ে চলেছে। ঐক্যবদ্ধ এই সমাজের সকল ভিজে বারুদের স্তূপের গহীনে থাকা সুপ্ত আগুন জ্বালাতে চায়; দূর করতে চায় সামাজিক অবক্ষয়, কুসংস্কার। এই ভাবনা নিয়েই কাজ শুরু হয় সম্মিলিত প্রয়াসে। একে একে করোনা মহামারী, বন্যা, ঝড় যখনই সাজানো স্বপ্ন গুলোকে ভেঙেছে, ঐক্যবদ্ধ সামান্য প্রয়াসে তা গোছানোর চেষ্টা করেছে। মানুষের ভালোবাসা আর সাহায্যের হাত আমাদের পথ চলার সঙ্গী।


Aikyabadhya is a product of a united society. Aikyabadhya is not a field of single thought, not a single effort. The organization is moving forward with the intoxication of social change of many people & the spirit of renaissance. Aikyabaddha wants to ignite the latent fire in the depth of all the wet gunpowder of this society, wants to eradicate social degradation superstition. With this in mind, work began in a concerted effort.One by one the Covid,flood,storms whenever the shattered dreams are shattered, Aikyabadhya tries to fix them with little effort.Human love and helping hand are our companions in the journey.