Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

বিনিময়

Aikyabaddha Social Welfare Trust

ঐক্যবদ্ধ এক ভাবধারা নিয়ে সমাজ গঠনের কাজ করে চলেছে। নবজাগরণের সেই ভাবনায় নবপ্রজন্মকে আনবার তাগিদ থেকেই আমাদের “বিনিময়” কর্মসূচি। বর্তমানের প্রজন্মকে তার কোনো স্মৃতি বিজড়িত দিনটি উদযাপন করবার মধ্য দিয়ে আমরা এক নতুন দৃশ্যের সাথে পরিচয় ঘটাই তার। যেমন, অনেকেই জন্মদিন উদযাপন করবার জন্য আমাদের জানায়। আমরা আমাদের ভাবধারা সম্পর্কে তাকে অবগত করি। তারপর সে তার সাধ্যমতো সামাজিক কাজে ব্রতী হয়। এই কর্মসূচীর মধ্য দিয়ে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধের ভবিষ্যৎ রূপরেখা তৈরিতেও বিপুল সাহায্য করে।


It is working to build a society with a united ideology. Our “Binimoy” program is based on the urge to bring the new generation to that idea of ​​renaissance. We introduce a new scene to the present generation by celebrating a day with a memory of him. For example, many people tell us to celebrate a birthday. We let him know our thoughts. Then he started doing social work as much as he could. Through this program, the new generation also helps in shaping the future of Aikyabaddha.