Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

বিনি পয়সার হাট

Bini Poysar Hat (Free Market)

Aikyabaddha Social Welfare Trust

“মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও…”

শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইন বারবার মনে করিয়ে দেয় এই সমাজে ঐক্যবদ্ধ এর মতো সহস্র ভাবনার প্রয়োজন ঠিক কতটা!

বিনি পয়সার বাজার প্রথম ২০১৯ এর শীতে শুরু হয়। পথের ধারে থাকা বাসস্থান হীন মানুষ, বস্তি-বাসীদের মধ্যে মূলত শীতের পোষাক বিতরণের কথা ভাবনায় আসে। যাতে নিদারুণ শীতে মানসিক ভারসাম্যহীন মানুষ থেকে বস্তির খেটে খাওয়া মানুষ গুলো একটু উষ্ণতা পায়। সেই মতো ২০১৯ থেকে ক্রমাগত অর্থ সংগ্রহ করে নতুন কম্বল বিতরণ শুরু হয়। পাশাপাশি বিনা মূল্যের হাট বসে বেশ কিছু নির্বাচিত বস্তির সামনে। পশরায়‌‌ থাকে জামা-কাপড় সোয়েটার টুপি আরোও কত কি! আট থেকে আশি সকলের জন্যই। পশরায়‌ থাকা জামাকাপড় টুপি‌‌ সোয়েটার কোনোটিই নতুন থাকেনা, আমরা শীতের শুরুতে বাড়ি-বাড়ি ধরে সংগ্রহ করি পুরাতন শীতবস্ত্র ও ব্যবহার করা পোশাক। অনেক মানুষ আছেন যারা একই পোষাক বহুবার ব্যবহার করেন না, তাদের থেকে সংগ্রহ করা পোষাক পরিষ্কার করে পৌঁছে দিই তাদের কাছে। পুরাতনেও নতুনের কি সুখ তা ওদের দেখলে বুঝতে পারি! আপনিও আপনার পুরানো শীতবস্ত্র দান করতে চাইলে যোগাযোগ করতে পারেন +91 7797919391 এই নাম্বারে।


Bini Poysar Hat (Free Market)

“People are crying a lot , you stand beside them as a human”

This line of Shakti Chattopadhyay repeatedly remind us about the need of thousand thoughts like “Aikyabaddha” in the society.

The ‘ Bini Poysar Hat ‘ (the free market) has started in the winter of 2019 for the first time. The thought of distributing mainly winter clothes among the homeless roadside people and slum dwellers has come in mind. So that from the mentally imbalanced people to the slum dwellers who works a lot can get some warmth in the sever winter. Accordingly , distribution of new blankets started from 2019 by continuous collection of funds. Beside that , free markets are arranged in front of some selected slums. There are clothes , sweaters , caps and many more in the market for everyone from eight to eighty.

None of the sweaters are new. We collect old and used winter clothes from home to home at the beginning of winter. There are many people who don’t wear the same dress many times. We deliver the clothes collected from them to the needy people. We can feel the happiness of them even getting the old clothes, which are new to them.