Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

রক্তদান - জীবনদান

Blood Donation - Life Donation

Aikyabaddha Social Welfare Trust

যতই সামাজিক কাজে ঐক্যবদ্ধ এগিয়ে গেছে ততই বিভিন্ন সামাজিক সমস্যা গুরুতর হয়েছে আমাদের সামনে। করোনা মহামারী কাল থেকেই আমাদের কাজের বিপুল পরিসর আরও বাড়তে থাকে আপনাদের সহযোগিতায়। মুমূর্ষু রোগীর হোক বা গর্ভবতী মায়ের প্রয়োজনে, রক্তের হাহাকার দেখেছ ঐক্যবদ্ধ। এই সমস্যা সমাধানের প্রচেষ্টা স্বরূপ 2020 সাল থেকে আমরা ইচ্ছুক রক্তদাতাদের নাম ঠিকানা ও যোগাযোগের নাম্বার সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করি ও তা আমাদের কাছে লিপিবদ্ধ করে রাখি যা আজ পরিচিত-অপরিচিত মিলিয়ে 500 ছাড়িয়েছে। যখনই যেখানে রোগীর রক্ত লাগে আমরা আমাদের কাছে লিপিবদ্ধ থাকা ইচ্ছুক রক্তদাতাদের সাথে রোগীর পরিবারের যোগাযোগ করিয়ে দিই। রক্তদাতারা রোগীর পরিবারকে বিনামুল্যে রক্ত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন “আপনি অন্যের প্রয়োজনে রক্ত দেবেন”। এছাড়াও আমরা বছরে অন্তত দুটি করে রক্তদান শিবিরের আয়োজন এর লক্ষ্যমাত্রা নিয়েছি।

এই রক্তদান শিবির এর মূল লক্ষ্য

  1. উপহার বা উপঢৌকন এর বিনিময়ে রক্ত দান নয়, রক্তদান একটি সামাজিক একতার ও সামাজিক দায়বদ্ধতার বার্তা।
  2. গ্রামীণ গৃহিণী মহিলাদের রক্তদানে উৎসাহিত করা।
  3. রক্তদান শিবির এর মধ্য দিয়ে ওই এলাকায় রক্তদাতার তথ্য সংগ্রহ করা।
  4. প্রথমবার রক্তদানের সাহস যোগানো প্রথমবার রক্ত দানে উৎসাহ প্রদান।

The more Aikyaboddho has involved in social work, the more serious the social problems become. Since the Corona epidemic, our vast range of work has continued to grow with your cooperation. Whether it is a dying patient or a pregnant mother in need, Aikyaboddho has seen the cry for blood. In an effort to solve this problem, since 2020, we have been collecting and documenting various information, including the names, addresses and contact numbers of willing blood donors, which today exceeds 500 known and unknown. Whenever the patient’s blood is needed, we contact the patient’s family with the blood donors who wish to be registered with us. Blood donors have taken promise from the patient’s family by donating free blood that “you will donate blood for the needs of others”. We also aim to organize at least two blood donation camps a year.

The main goal of this blood donation camp

  1. Blood donation is a message of social unity and social responsibility, not blood donation in exchange for gifts or presents.
  2. Encourage rural housewives to donate blood.
  3. Collecting blood donor information in the area through blood donation camps.
  4. Encourage blood donation for the first time