Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

সম্প্রীতির বার্তা

The message of harmony

Aikyabaddha Social Welfare Trust

বিশ্ব জুড়ে একাধারে ধর্মের নামে হানাহানি, আর একাধারে বহু মানুষের নিরলস প্রচেষ্টা “আমরা সবাই এক” – এই বার্তা পৌঁছে দেওয়ার। তেমনি “ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট” ঈদ ও দূর্গা পূজো উপলক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের কাছে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতে নতুন বস্ত্র বিতরণ ও সাথে সাথে মুদি সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করে প্রতি বছর।

“ঐক্যবদ্ধ “-এর মননে তাই ধ্বনিত হয় নজরুল— “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।”


 

The message of harmony

All over the world, there is violence in the name of religion, and at the same time, there is a relentless effort to spread the message “We are all one”. On the occasion of Eid and Durga Puja, the “Aikyabaddha Social Welfare Trust” distributes new clothes and groceries every year to convey the message of humanity and harmony to the society irrespective of caste, creed.

That’s what Nazrul thinks in the minds of the “Aikyabaddha Social Welfare Trust” —
“মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান।
মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ”।