Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

সৌর শক্তির আলো

Solar Light Project

Aikyabaddha Social Welfare Trust

“রাস্তার নাকি মানুষ ওরা, ছিটেবেড়া ঘর / অন্ধকারে জীবন ওদের, দেওয়াল নড়বড়। অসহায়তা টা বড় ঘেঁষাঘেঁষি / কষ্ট মোছায়না রুমালও, ঐক্যবদ্ধ পণ করেছে এবার তাদের ঘরে জ্বালাবে আলো”। আমাদের সদস্য অর্ঘ্য র লেখা চারটে লাইন আজ বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের মনে কোথাও না কোথাও একটা আঘাত হানে। সেলালপুর ও পান্ডুগ্রাম বাস স্টপেজের মধ্যবর্তী স্থানে কিছু বাড়ি আছে যেখানে এখনও পর্যন্ত বিদ্যুতের আলো পৌঁছায় নি। সেখানেই আমরা দেখতে পাই চার জন শিক্ষার্থী স্বপ্ন দেখছে যে, তারাও একদিন পড়াশোনা করে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে। কিন্তু কিন্তু এই স্বপ্নটা কোনদিন হয়তো বাস্তবে রূপ পাবে না কারণ, ওই কেরোসিন তেলের আলো খুবই সীমিত সময় ওর বাড়িতে জ্বলে। ওদের পড়াশোনার জন্য একটু আলো চাই। এর পাশাপাশি অন্ধকারে বিভিন্ন পোকামাকড় সাপ এইসবের ভয় তো আছেই। সেই তাগিদ থেকেই ঐক্যবদ্ধ উদ্যোগ নেয় ওদের পাঁচটি বাড়িতে সৌর বিদ্যুতের মাধ্যমে আলো জ্বালানোর। ঐক্যবদ্ধ আবেদন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনেক মানুষ ও মাধবপুর রায় ফ্যামিলি ওয়ারশিপার্স ট্রাস্ট। অবশেষে ঐক্যবদ্ধ ও মাধবপুর রায় ফ্যামিলি ওয়ারশিপার্স ট্রাস্ট এর যৌথ উদ্যোগে ওদের বাড়িতে সৌর বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া সম্ভব হয়।


Lines from Arghya Dey’s pen ejaculate pain from our mind even though we live in 20th Century. There are some mud houses which are situated between Selalpur and Pandugram bus stoppage, exactly beside the road. Those are yet to be lightened by Electricity. We met four studious boys there, who’s eyes are sparkled with dreams that they too will reach a good place some day. May be their dreams would not be true as their houses comes in touch of Kerosene-light awhile.

We understood their need. From that compulsion Aikyabaddha Social Welfare Trust gets ready to enlight their homes with electricity. Aikyabaddha appeals in every stage of society to extend their helping hands .So does many along with Madhabpur Roy Family Worshipper’s Trust. At last “Aikyabaddha Social Welfare Trust” in collaboration with “Madhabpur Roy Family Worshipper’s Trust” became successful providing Solar Light to their houses.