Aikyabaddha Social Welfare Trust

Our Moto : On the side of people For the people For the needs of society, We are responsible to society

Oxi রোপণ কর্মসূচি

Seedling planting program

Aikyabaddha Social Welfare Trust

বিশ্ব উষ্ণায়ন -শব্দটির সাথে পরিচিত প্রায় সকলেই। প্রাণ-প্রকৃতি-পরিবেশ যে আমাদের সৃষ্টির কারণ তা আমরা ভুলতে বসেছি। বসতি স্থাপন থেকে শুরু করে, রাস্তা সম্প্রসারণ – এরকম নানাবিধ কাজে সভ‍্যতার আধুনিকরণে আমাদের সৃষ্টির ভীত নষ্ট করছি আমরাই। বিপুল তাপ প্রবাহে বৈশাখের বর্ষ বরণ আজ দুবির্ষহ হয়ে উঠেছে। গাছ প্রেমী প্রচুর মানুষের সঙ্গ দিতে, প্রাণ-প্রকৃতি-পরিবেশের স্বার্থে Oxi রোপণ কর্মসূচি এর মধ্যে দিয়ে ১০০০ এরও উপর চারাগাছ বসিয়েছি আমরা। প্রতিনিয়ত সেই সকল চারাগাছ যাতে বৃক্ষে রূপান্তরিত হতে পারে তার দিকেও দৃষ্টি রাখছি আমরা প্রতিনিয়ত।


Almost everyone is familiar to the term global- warming. We have forgotten that nature is our cause of creation. From settlement to road widening – we are wasting the seeds of our creation in the modernization of civilization. Due to the huge heat wave, welcoming the new year in Baishakh has become miserable today. We have planned over 1000 saplings through the ” Oxi-Ropon / ( planting)” program in the interest of the ecosystem to accommodate a large number of tree lovers. We are constantly looking for ways to transform these plants into trees.